বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার
আপনি কি আপনার ব্যবসার গতি প্রকৃতি নিয়ে চিন্তিত? আপনি কি টাকা কড়ির আসা যাওয়াটাই দেখছেন কিন্তু লাভ ক্ষতির হিসাব বুঝতে পারেন না? আপনার ব্যবসার হিসাব নিকাশ করার জন্য কি বড় বড় বই-খাতা নিয়ে ঘন্টার পর ঘন্টা টানা হ্যাঁচড়া করতে হয়? আপনার কি দেনা-পাওনা, বাকি-বকেয়ার হিসাব করতে করতে প্রায়ই গোলমাল লেগে যায়?
তাহলে আপনার এখন ব্যবসার জন্য একটি সফটওয়্যার ব্যবহার করার সময় এসেছে। আপনার সকল ব্যবসায়িক চাহিদার কথা মাথায় রেখে আমরা নিয়ে এসেছি বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার।
ফ্রেইমওয়ার্ক
লারাভেল
ল্যাঙ্গুয়েজ
পি এইচ পি
Developed By
কাইনেটিক্স বিডি
তারিখ
১ জানুয়ারী, ২০২০
সফটওয়্যার ভার্সন
৩.১

এই সফটওয়্যার ব্যবহার করলে আপনারা যে যে সুবিধাগুলি পাচ্ছেন:
- ব্যবসায় মুলধন বর্তমানে কত আছে।
- কত টাকায় ব্যবসা আরম্ভ হয়েছিল।
- কত টাকার পণ্য কিনছেন।
- কত টাকার পণ্য স্টকে আছে।
- প্রতিদিন কত টাকা বিক্রি হচ্ছে।
- কত লাভ হচ্ছে দিনে,মাসে,বৎসরে।
- খরচ বাদে দৈনিক লাভ ,মাসিক,বাৎসরিক লাভ।
- কর্মচারীদের বেতন কত টাকা দিলেন।
- ব্যক্তিগত ভাবে কত টাকা খরচ করলেন।
- ক্রেতা কোন পণ্য কিনে তা ফেরৎ দিয়েছেন কিনা।
- ক্ষতির পরিমাণ কত অথবা ক্রয় পণ্য ফেরৎ হয়েছে কত ।
- মালিকের জন্য আলাদা হিশেব,লাভ লস শুধু মালিক জানতে পারবে,কর্মচারীরা শুধু বিক্রি করতে পারবে।
- কর্মচারী পণ্যের প্রকৃত ক্রয় মূল্য দেখতে পারবে না।
- ব্যবসার কোন পণ্য চুরি বা হারানোর কোন সম্ভাবনা নেই।
- ক্রেতা পণ্য কেনার সাথে সাথে ভাউচার তৈরি হবে।এতে ব্যবসায় কোন প্রকার ক্যাশ মেমোর প্রয়োজন নাই।
- এ সফটওয়্যারটি অটোমেটিক পদ্ধতিতে কাজ করে,শুধু ক্রেতার নাম ও পণ্যের নাম লিখলেই এটা নিজে থেকে সকল কাজ করে নিবে।
- প্রতিদিন কত টাকা আপ্যায়ন হিসেবে খরচ করছেন।
- এটা ব্যবসার প্রতিটি পণ্যের হিসাব নিবে ফলে মালিকের ব্যবসা স্থলে সব সময় থাকার প্রয়োজন নাই।
- এটা লাভ জনক পণ্যগুলি ব্যবসায় রাখার পরামর্শ দিবে।
- বাকীতে বিক্রিত পণ্যের তালিকা ও ক্রেতার নাম আলাদাভাবে প্রকাশ করবে।
- মাত্র একটি ক্লিকেই জানতে পারবেন,ব্যবসার আয়,উন্নতি,ক্ষতি,মুলধন,বা ব্যবসার অতীত,বর্তমান,ভবিষ্যৎ।
- বার কোডের মাধ্যমে আপনি পণ্য বিক্রি করতে পারবেন।
- স্বল্প খরচে আপনি পস প্রিন্টারে ক্যাম মেমো দিতে পারবেন বা গ্রাহকের মোবাইল ফোনে এস,এম,এসের মাধ্যমে মেমো দিতে পারবেন।
- এতে টাকা যোগ বিয়োগ বা ব্যবসায় ক্যালকুলেটর রাখার প্রয়োজন নাই।
- এ সফ্টওয়্যার টি ব্যবহার করার জন্য তেমন শিক্ষিত হওয়ার প্রয়োজন নাই,সামান্য অক্ষর জ্ঞান থাকলেই হবে।


- মালিক নিজ বাড়ীতে বসে ব্যবসা মনিটরিং করতে পারবে এবং এটি ব্যবসার মোবাইল ফোনে কনফিগারেশন থাকবে।
- টাকা আদান প্রদানেরর ক্ষেত্রে বিক্রেতা ও ক্রেতার মধ্যে ভুল বশত: বেশী কম হওয়ার সম্ভাবনা নেই।
- সফটওয়্যারটি খবুই নিরাপদ,বিভিন্ন প্রকার এডমিন বা ইউজার তৈরি করা যায় বলে মোট মূলধন বা লাভ লসের হিসাব আসল মালিক ছাড়া পৃথিবীর কোন লোকের দ্বারা বেরকরা সম্ভব না ।
- কাগজ পত্রের হিসেবে বিভিন্ন প্রকার ভুল হতে পারে বা এটি অনেকে দেখে ফেলতে পারে,এই সফটওয়্যারের মাধ্যমে হিসাব করলে কেউ দেখা ত দুরের কথা –একটি টাকাও হারানোবা চুরি, হওয়ার কোন সম্ভাবনা নাই।
- গ্রাহক বা কর্মচারী ট্রেকিং নাম্বার থাকাই কোন গ্রাহক বা কর্মচারী প্রতারণা করতে পারবেনা।
- কোন সরবরাহ কারীর কাছ থেকে কত টাকার মাল কিনেছেন,এ পর্যন্ত কত টাকার মাল বিক্রি হয়েছে, কত টাকা লাভ হয়েছে তা জানতে পারবেন।
- একজন কাষ্টমারের কাছে কত টাকার মাল এ পর্যন্ত বিক্রি করেছেন,তার কাছ থেকে কত টাকা লাভ করেছেন দিন মাস বৎসর অনুসারে তা জানতে পারবেন।
- আপনার ষ্টকে যত টাকার মাল আছে তা যদি আপনি বিক্রি করেন তাহলে কত টাকা হবে তা জানতে পারবেন।
বিজনেস ম্যানেজমেন্ট সফটওয়্যার এর ৩ টি মডিউল

স্টক ম্যানেজমেন্টঃ
কি পরিমাণ পণ্য কেনা হচ্ছে, কি পরিমাণ পণ্য বিক্রি হয়েছে, কি পরিমাণ পণ্য বর্তমানে স্টকে রয়েছে, তার মূল্য কত ইত্যাদি জানা যাবে এই সফটওয়্যার থেকে।
বিক্রয়ঃ
দোকানের পণ্য বিক্রি করা, সেই বিক্রির রিপোর্ট দেখা, বাকি বিক্রি কত হয়েছে, নগদ বিক্রি কত হয়েছে, ক্যাশ/ চেক/ কার্ড কিংবা মোবাইলের মাধ্যমে কতখানি বিক্রি হয়েছে তার পুঙ্খানুপুঙ্খ তথ্য জানা।


ক্রয়ঃ
দোকানের মাল ক্রয় করা, সেই ক্রয়ের দিন/ মাস/ বছর হিসেবে রিপোর্ট দেখা, প্রয়োজনে সাপ্লায়ারের কাছে মাল ফেরত পাঠানো, ক্রয় ফেরতের দিন/ মাস/ বছর হিসেবে রিপোর্ট দেখা ইত্যাদি